সোনারগাঁয়ে আদিবাসী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
আজকের সংবাদ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ভাড়াটিয়া এক আদিবাসী তরুণীকে বাড়ির সিঁড়ি কোঠায় থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার(২৪নভেম্বর)উপজেলার কাঁচপুর সোনাপাড়ায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার রাতেই এক তরুণকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ ও ওই তরুণীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল ৩টায় শারীরিক অসুস্থতার কারণে গার্মেন্টেস থেকে ছুটি নিয়ে বাসায় ফেরার জন্য ওই তরুণী (২৪)বাড়ির সিঁড়িতে পৌছালে কাঁচপুরের মোঃ নজরুলের ছেলে নাবিল মোবাইল সেন্টার স্বত্তাধিকারী হাসিব শেখ (২০)তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে আদিবাসী তরুণীর ডাক চিৎকারে আশেপাশে লোক চলে আসলে হাসিব শেখ পালিয়ে যায়।
সোনারগাঁ থানার উপ পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান,অভিযোগের ভিত্তিতে গতকাল রাত ১২ টার দিকে কাঁচপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে হাসিব শেখ কে গ্রেফতার করি। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন