নিরাপত্তা জোরদারে সোনারগাঁ থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্কঃ ব্যাংক,বীমা ও অর্থ লগ্নিকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে নিরাপত্তা জোরদারের জন্য সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
সোমবার(২৫নভেম্বর)সকাল ১১টায় সোনারগাঁ থানা প্রাঙ্গণে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির।
সোনারগাঁ থানার(তদন্ত ওসি)হেলাল উদ্দীন,ওসি অপারেশন আলমগীর হোসেন, অার্থিক লেনদেনকারী সকল প্রতিষ্ঠানের মালিক প্রতিনিধি ও কর্মকর্তাগনসহ আরও অনেকে।
এসময় অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব হাবীবুর রহমান বিপিএম (বার) পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় ও নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(খ'সার্কেল) খোরশেদ আলম স্যারের তত্ত্বাবধানে সকল ব্যাংক- বীমাও অার্থিক লেনদেনকারী সকল প্রতিষ্ঠানের মালিক প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে এ"অপরাধ প্রতিরোধ মূলক" মতবিনিময় সভা। আমাদের নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ব্যবহার করতে হবে,তাছাড়া প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীদের সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে।নিরাপত্তার জন্য পুলিশ সবসময় আপনাদের পাশে আছে ও থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন