সোনারগাঁয়ে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোনারগাঁ উপজেলা যুবলীগের আয়োজনে সোমবার বিকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত শেষে কেক কেটে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।কেক কাটা শেষে আওয়ামীলীগ নেতারা একে অপরকে কেক খাইয়ে দেন।
শোভাযাত্রার নের্তৃত্ব ও সভাপতিত্ব করেন,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল।
এসময় আরও উপস্থিতি ছিলেন,মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সন্মানদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, নয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু,সাবেক ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সুজন ভুইয়া,আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান সামসু,মোস্তফা কামাল নিলু, সন্মানদী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা খোরশেদ মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাংঙ্গঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বিজয়,যুবলীগের থানা সাংঙ্গঠনিক সম্পাদক আরিফ,থানা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন আহমেদ, একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান রবিন, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব,পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী তানভীর,সজীব ওয়াজেদ জয় পরিষদ উপজেলা সভাপতি নুর হোসেনসহ প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন