মা ইলিশ রক্ষায় সোনারগাঁয়ে জেলেদের মাঝে চাল বিতরণ
আজকের সংবাদ ডেস্কঃ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের অর্থায়নে খাদ্যসহায়তা কার্যক্রমের অংশ হিসাবে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে,নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা জেলেদের মাঝে এসব ভিজিএফ চাল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার,পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ অন্যরা।
এসময় প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা তার বক্তাব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ দ্রুত উন্নয়ন হচ্ছে। দেশ আজ সন্ত্রাস, দুর্নীতি মুক্ত হয়েছে। কোনো দুর্নীতি শেখ হাসিনা পছন্দ করেন না। তাই তিনি দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনছেন। তিনি আরও বলেন,ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের যা যা করণীয় সব প্রচেষ্টা থাকবে। মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই জেলেদের নদীতে ইলিশসহ অন্য মাছ আহরণ করতে দেওয়া হবে না।
এ সময় ইউনিয়নের ৫০০জন জেলেকে ২৫ কেজি করে চাউল দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন