সোনারগাঁ পৌর আওয়ামীলীগ নেতা ইয়াবাসহ আটক।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ পিস ইয়াবা সহ মজিবর (৩৫) নামে মাদক সেবী ও ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মজিবুর রহমান সোনারগাঁ উপজেলার ইছাপাড়া এলাকার নুরুল হকের ছেলে ও সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগ নেতা।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ নভেম্বর) দুপুর ৩ টায় ইছাপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার এএসআই কুদ্দুস ফকির জানান, মজিবর রহমান (৩৫) নামে একজন মাদক সেবী ও ইয়াবা ব্যবসায়ীকে দুপুর ৩টার দিকে আটক করেছি, তাকে ইয়াবা সেবন করা অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করলে ৩ পিছ ইয়াবা সহ হাতেনাতে ধরতে সক্ষম হই। মাদক আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে। বর্তমানে সে থানা হাজতে আটক আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন