র্যাব-১১র অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী আটক।
আজকের সংবাদ ডেস্কঃ র্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী আটক।
শনিবার (১৬ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা মাদক ব্যাবসায়ীরা হলো কুমিল্লা জেলার চান্দিনা এলাকার আব্দুল কাদেরের ছেলে বাবুল আলম ওরফে জাহাঙ্গীর ও মৌলভীবাজার সদর উপজেলার ধনাশ্রী এলাকার রনবীর দেবের ছেলে রঙ্গলাল দেব ওরফে রিংকু।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিন জানান, গতকাল শুক্রবার রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় মহাসড়কের ঢাকাগামী একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৮ কেজি গাঁজা ও ১৯৬ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন