সিংড়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক অবহিতকরণ সভা
সুমন পিকে নাটোর সিংড়া প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা কৃষি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
খান ফাউন্ডেশনের উপজেলা সমন্বকারী তাহেরা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ,
রাজশাহী জেলার ক্লাস্টার কো- অর্ডিনেটর শাহীনা লাইজু, জেলা সমন্বয়কারী মো: মজিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বিভিন্ন কমিটিতে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষিত রাখার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন