সোনারগাঁয়ে জাতীয় যুব দিবস পালিত
আজকের সংবাদ ডেস্কঃ দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে শুক্রবার নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক আয়োজেনে র্যালি,আলোচনা সভা, সনদ ও ঋণ বিতরণ করা হয়। র্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবীব তালুকদার।
এই সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মনিরা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইদুল ইসলাম,সমাজ সেবা অফিসার সাকিবা সুলতানা,প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস,পৌর কাউন্সিলর জায়েদা আক্তার মনি প্রমুখ।
আলোচনা শেষে যুব ও যুব মহিলাদের মধ্যে ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন