সোনারগাঁ ইউএনও'র বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্কঃ ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের বিদায় ও নতুন উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খাঁন এর বরন অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার(২১শে নভেম্বর)সন্ধ্যায় সোনারগাঁ রয়েল রিসোর্টে সোনারগাঁ অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আলী হায়দার খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ এর চেয়ারম্যান ডালিয়া লিয়াকত। সহকারি কমিশনার(ভূমি)নাজমুল হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর মেয়র সাদেকুর রহমান,জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিম সিকদার শিপলু,বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক,সনমান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক ও উপজেলার সকল সরকারি কর্মকর্তাগন,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন