ঘূর্ণিঝড় এর কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত
আজকের সংবাদ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘বুলবুল’এর কারণে আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সারা দেশের ন্যায় সোনারগাঁয়েও জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার জানান,শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে জেএসসি আগামী ১২ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর।
উল্লেখ্য, বঙ্গোপসাগের সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূলের দিকে এগিয়ে আসছে। ঝড়ের কারণে সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা জেলার সুন্দরবনের নিকট দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। এসময়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন