বাড়তি দামে লবন বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা
আজকের সংবাদ ডেস্কঃ বাড়তি দামে লবন বিক্রির করার দায়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধূলন্ডী বাজারে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(১৯ নভেম্বর)সন্ধ্যায় ধূলন্ডী বাজারে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাই এর ভিত্তিতে পলাশ দাস নামক এক মুদি দোকানদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়।
জানা যায়,পলাশ দাস ১৫ টাকা কেজি দরের খোলা লবন ৪০ টাকায় বিক্রি করছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের নির্দেশে ক্রেতাদের বাড়তি টাকা ফেরত দেন দোকানদার। পরে পাশ্ববর্তী দোকানদারদের এ বিষয়ে সতর্ক এবং উপস্থিত ক্রেতাদের বাড়তি দামে লবন না কিনে প্রশাসনকে অবহিত করার পরামর্শ প্রদান করেন। তিনি সকলকে গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ করেন। প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন