সোনারগাঁয়ে ছিন্নমূল দুঃস্থ,অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে উপজেলা চেয়ারম্যান মোশারফ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

সোনারগাঁয়ে ছিন্নমূল দুঃস্থ,অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে উপজেলা চেয়ারম্যান মোশারফ


সোনারগাঁয়ে ছিন্নমূল দুঃস্থ,অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে উপজেলা চেয়ারম্যান মোশারফ





আজকের সংবাদ ডেস্কঃ শীতে অতিষ্ঠ জনজীবন কয়েকদিনের অব্যাহত শৈত্যপ্রবাহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা,নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা পরেছে চরম বিপাকে। এই শীতের প্রকপ থেকে বাঁচতে সোনারগাঁয়ে ছিন্নমূল দুঃস্থ,অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।





সোমবার(২৪ ডিসেম্বর)বিকালে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন উপজেলার মোগরাপাড়া বাজারে অবস্থিত তার রাজনৈতিক কার্যালয়ে থেকে শম্ভুপুরা,পিরোজপুর, কাঁচপুর,বৈদ্যেরবাজার,নোয়াগাঁও,সাদিপুর,জামপুর, সনমান্দী ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভা এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য ওইসব এলাকার আওয়ামী লীগের নেতাদের হাত কম্বল তুলে দেন।





পরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত দরিদ্র মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান।





কম্বল পাওয়া এক দরিদ্র রিকশাচালক বলেন, প্রচন্ড শীতে খুব কস্ট পাচ্ছিলাম উপজেলা চেয়ারম্যানের কম্বল পেয়ে ভালো লাগছে।





এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, অসহায় শীতার্ত মানুষদের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের উপজেলায় একটা মানুষও যেনো শীতে কষ্ট না পায় সে চেষ্টা করছি আমরা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭