বন্দরে ভূমিদস্যুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চায়েত কমিটি কর্তৃক নারী সমাজচ্যুত
সুমন হাসান:- নারায়নগঞ্জ বন্দর উপজেলা জাতীয় পার্টির নেতা ও পঞ্চায়েত কমিটির সভাপতি- সাধারন সম্পাদকের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সমাজচ্যুত করেছে প্রবাস ফেরত গৃহিনীকে। ঘটনাটি ঘটেছে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন রুস্তুমপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার মেয়ে শাহিদা আক্তারের সাথে। ভুক্তভোগী তার নবম শ্রেনী পড়ুয়া এক ছেলেকে নিয়ে বসবাস করছে। স্থানীয় ও অভিযোগ সুত্রে জানাযায় আদমপুরের সাহাবুদ্দিন মিয়ার কাছ থেকে জায়গা ক্রয় করে বসবাস করে আসছে। শাহিদার স্বামী দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছে। যার কারনে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কমিটির কু-দৃষ্টি পরে প্রবাস ফেরত শাহিদার উপর। ফলে আদমপুর এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি ও জাতীয় পার্টির নেতা অখিল উদ্দিন সহ সাধারন সম্পাদক বিভিন্ন সময়ে অসময়ে শাহিদাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দেয় বলে ভুক্তভোগীর অভিযোগ করে। তাদের এ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চায়েত কমিটি হতে অখিল উদ্দিন ও সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন সমাজচ্যুত করে নানাভাবে হেয় প্রতিপন্ন করে আসছে। তাদের সহযোগী রওশন মিয়া,জালাল হোসেন, মাদবর আলী সহ আরো তিন চার জন সমাজ পতিদের কু-দৃষ্টি পরে। শাহিদা আক্তারের সাড়ে ৫ লাখ টাকার জায়গা অখিল উদ্দিন ক্রয় করতে চায়। সম্পত্তি তার কাছে বিক্রি না করায় এলাকায় শাহিদার নামে নানা অপ-প্রচারসহ হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় শাহিদা আক্তার বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করে। অভিযোগ সূত্রে থানার এ এস আই মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে তাদের সামনেই অখিল উদ্দিন অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ বিষয়ে অখিল উদ্দিনকে ফোন দিলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন