সোনারগাঁয়ে স্বামীর সাথে বের হয়ে গৃহবধূ নিখোঁজ - থানায় অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

সোনারগাঁয়ে স্বামীর সাথে বের হয়ে গৃহবধূ নিখোঁজ - থানায় অভিযোগ


সোনারগাঁ স্বামীর সাথে বের হয়ে গৃহবধূ নিখোঁজ - থানায় অভিযোগ।





মোঃসুমনঃ নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউপি পশ্চিম বেহাকৈর এলাকার গৃহবধু স্বামীর সাথে বের হয়ে নিখোঁজ। পরিবারের লোকজন বহু খোঁজাখোজির পর কোন সন্ধান না পেয়ে স্থানীয় থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ তদন্তের দীর্ঘ সাত দিন পার হয়ে গেলে ও নিখোঁজ গৃহবধূ সম্পর্কে কোন তথ্য বাহির করতে পারছেনা বলে বাদী ক্ষোভ প্রকাশ করেছে। সূত্রে জানা যায়, সোনারগাঁ কাঁচপুর ইউনিয়ন  পশ্চিম বেহাকৈর এলাকার জামাল মিয়ার মেয়ে জোনাকী(১৮)র সাথে পূর্ব বেহাকৈর এলাকার আউয়াল হোসেনের পূত্র বাহারুল(২০)র সাথে গত চার মাস পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে নব দম্পতির মাঝে কারনে অকারনে মনোমালিন্য লেগেই থাকত। এরই মাঝে গত ২৮-১১/২০১৯ইং স্বামী বাহারুল তার স্ত্রী জোনাকীকে বসের বাসায় বেড়াতে নিয়ে যাবে বলে বিকেল ৪.০০ঘটিকায় বাড়ি থেকে বাহির হয়। বাহির হওয়ার পর থেকে একই দিন রাত ৮.০০ঘটিকার সময় স্বামী বাহারুল তার শশুর বাড়ির লোকজনের নিকট জানতে চায় জোনাকী বাসায় চলে গেছে কিনা। বাহারুলের বিভিন্ন অঙ্গভঙ্গিমা কথায় শশুড় বাড়ির লোকজনের সন্দেহ হয়। সেই সাথে জোনাকী বাড়িতে চলে না আসায় আত্বীয় স্বজনের বাসায় খোঁজ খবর নেয়। তাছাড়া স্থানীয়ভাবে বাহারুলকে স্ত্রী জোনাকির ব্যাপারে  চাপ প্রয়োগ করলো সে বিভিন্ন হুমকি ধামকি দেয়। তাতে জোনাকীর কোন সন্ধান না পেয়ে অবশেষে জোনাকির পিতা জামাল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় বাহারুলকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের সাত দিন পার হয়ে যাবার পরও জোনাকীর কোন সন্ধান মিলছেনা।  অভিযোগ তদন্তকারী এ এস আই আমিনুলের নিকট জানতে চাইলে তিনি জানান জোনাকীর মোবাইল ফোনের কল লিস্টের জন্য অপেক্ষায় আছি। কললিস্ট হাতে পেলেই দ্রুত তদন্ত কাজে নেমে পড়ব। এদিকে জোনাকীর সন্ধান না পেয়ে তার অসহায় পরিবার পাগলের মত হন্য হয়ে ছুটে বেড়াচ্ছেন। সেই সাথে পুলিশ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের নিকট হস্তক্ষেপ কামনা করছেন। যেন অতি দ্রুত জোনাকীর সন্ধান পাওয়া যায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭