ঘিওরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
আজকের সংবাদ ডেস্কঃ সারাদেশে শৈত্যপ্রবাহের কারনে তীব্র শীত বয়ে যাচ্ছে। এতে চরম দূর্ভোগে পড়েছে ঘিওর উপজেলার নি¤œ আয়ের হতদরিদ্র ও ছিন্নমূল পরিবার। আর এ দূর্ভোগে পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।
মানিকগঞ্জ ঘিওর উপজেরায় হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৫০ জন হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন,বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আওয়াল খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইশতিয়াক আহম্মেদ, ইউপি সদস্য বৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকায় হঠাৎ করে কম্বল পেয়ে দেড় শতাধিক শীতার্ত হতদরিদ্র মানুষ প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন