সোনারগাঁয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের বিজয় দিবস উদযাপন।
আজকের সংবাদ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগন্জের সোনারগাঁয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্বরণে কোমলমতি শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৬ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হাবিবপুরে অবস্থিত ইউনাইডেট ইন্টারন্যাশনাল স্কুলে মহান মুক্তিযুদ্ধের উপর চিত্রাঙ্গন প্রতিযোগিতা,খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনের এক পর্যায়ে মুক্তিযুদ্ধে যাদের অসামান্য কৃতিত্বের জন্য আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের মধ্যে মুক্তিযোদ্ধা মনিরুল হক সরকার ও মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মজিদকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে মহান বিজয় দিবসের উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মামনা দেওয়া হয়।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লতিফুর রহমান দিপু উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রীসহ আরও অনেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন