মহান বিজয় দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট উদ্যেগে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী আলোচনা সভা অনুষ্ঠিত।
সুমন হাসান :--১৬ই ডিসেম্বর ২০১৯ইং মহান বিজয় দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়নগঞ্জ বন্দর উপজেলার লাঙ্গলবন্দ আঞ্চলিক শাখার উদ্যেগে রাজঘাটে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট আঞ্চলিক শাখা সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি কমরেড আবু নাঈম খান বিপ্লব। বিশেষ অতিথি গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সভাপতি সেলিম মাহমুদ,সোনারগাঁ উপজেলা বাসদ সমন্বয়ক বেলায়েত হোসেন,রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট সাধারন সম্পাদক এস এম কাদির, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শরীফ,কাঁচপুর শিল্পাঞ্চল শাখা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট আমানউল্লাহ আমান,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেলাল হোসাইন ও রোকসানা আক্তার।
এ সময় নেতৃবৃন্দ মহান বিজয়ের ডাক সহ বিভিন্ন দাবী তুলে ধরেন। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের দাবীগুলো হলো শ্রম আইনের ২৩,২৬,২৭ধারাসহ শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমূহ বাতিল করা, নূন্যতম মজুরি ১৮০০০টাকা করতে হবে, শ্রমিক ছাটাই, নির্যাতন ও মিথ্যামামলা বন্ধ করা,পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমানো,বিদ্যুতের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্র বন্ধ করা, ঐতিহ্যবাহী ব্রন্মপুত্র নদকে দূষন মুক্ত করা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, বন্দরের সমস্ত গ্যাস লাইন যথাযথভাবে বৈধ করা,বিদ্যুতের কার্ড মিটার বাতিল করা,লাঙ্গলবন্দ বাজার হইতে ইস্পাহানী বাজার পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার করতে হবে,পুরাতন ঝির্নসির্ন ডাকঘর মেরামত করতে হবে।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আফজাল হোসেন,সুমন, আল-আমিন, মোহাম্মদ হোসেন,জাকির,শাহজালাল, আনিছ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন