পানছড়ি দমদম এলাকায় কারেন্টের আর্থিং দিয়ে জায়গা দখলের অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

পানছড়ি দমদম এলাকায় কারেন্টের আর্থিং দিয়ে জায়গা দখলের অভিযোগ






পানছড়ি দমদম এলাকায় কারেন্টের আর্থিং  দিয়ে জায়গা দখলের অভিযোগ





মিঠুন সাহা পানছড়ি খাগড়াছড়িঃখাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ির দমদম এলাকায় রমজান আলীর সাথে জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে মামলা চলছে পার্শ্ববর্তী শাহানা বেগমের সাথে।





তারই সূত্র ধরে গত ১ মাস পূর্বে থেকে জিয়া তারের মাধ্যমে কারেন্টের আর্থিং দিয়ে বিবাদমান জায়গাটা ঘিরে রাখার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী শাহানা বেগমের বিরুদ্ধে।





এমতাবস্থায় যেকোনো মুহুর্ত্বে নেমে আসতে ভয়াবহ দূর্ঘটনার এবং প্রাণনাশের ঝুঁকি এমনটা জানিয়েছেন অত্র এলাকার জনগণ।





এই বিষয়ে রমজান আলী জানান দীর্ঘ দিন ধরে আমার ক্রয়কৃত নিজ জমি দখল করে রাখে শাহেনা বেগম। এই নিয়ে মামলা চলছে।
এখন নিজ জমিতে কারেন্টের তার দিয়ে ঘিরে রাখে এই শাহানা বেগম। তার ফলে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।





মুঠোফোন শাহানা বেগম জানানঃগরু ছাগল যাতে না আসতে পারে তার জন্য জিয়া তার দিয়ে ঘিরা দিয়ে রেখেছি আমরা।এখানে কোন বিদ্যুৎের সংযোগ নেয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭