ইয়াবাসহ মাদক কারবারি মহসিন গ্রেফতার।
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে ২৩৫ পিছ ইয়াবাসহ মোঃ মহসিন(৩৮) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার(২১ডিসেম্বর)সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার ঋষি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনিরের নির্দেশক্রমে থানা পুলিশের এএসআই মোঃকাইয়ুম মিয়ার নেতৃত্বে এএসআই নাসির উদ্দিন ও সঙ্গিয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার ঋষি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৩৫পিছ মাদক উদ্ধার করা হয়।যাহার মুল্য ৭০,৫০০/ টাকা।
পুলিশ সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২১ডিসেম্বর)সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলার ঋষি পাড়া এলাকার মৃতঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মহসিন(৩৮) কে আটক করা হয়। এসময় মাদক কারবারি মহসিনের প্যন্টের প্যাকেটে থাকা অবস্থায় ২৩৫পিছ ইয়াবাসহ আটক করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন