সোনারগাঁয়ে শীতকালীন ক্রীড়া সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া সমিতির পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০১৯ইং অনুষ্ঠিত।
সোমবার (৩০ডিসেম্বর) বিকালে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোওল উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল ইসলাম নাদিম,উপজেলা মাধ্যমিক সহকারী অফিসার মোস্তফা কামাল,মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের প্রধান শিক্ষক মুজিবুর রহমান,সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষানুরাগী আবু নাঈম ইকবাল,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন,মাসুম বিল্লাহ, আল আমিন,শ্রমিকলীগ নেতা তাজুল,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন