শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সোনারগাঁয়ে
তাহিন আহম্মেদঃ আগামীকাল শনিবার(২৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৪টি ইউনিয়নের অনেকাংশে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার(২৭ডিসেম্বর) সকালে এমন তথ্য জানিছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সোনারগাঁ আঞ্চলিক জোনের কর্তৃপক্ষ।
সোনারগাঁ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃজোনাব আলী জানান, শনিবার বিদ্যুতের লাইনের মেরামত কাজ করার জন্য ৪টি এলাকায় বিদ্যুৎ থাকবেন।এর মধ্যে পিরোজপুর ইউনিয়ন, সোনারগাঁ পৌরসভা,সনমান্দী ওমোগরাপাড়া ইউনিয়নের আংশিক এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি আরও জানান,ইতিমধ্যে সকল জায়গায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন