সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আজকের সংবাদ ডেস্কঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ের থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকির হোসেন মোল্লা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করেছে।
গতকাল রোববার(২৯ডিসেম্বর)রাত সাড়ে নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার মামরকপুর গ্রামের মৃত ইসহাক মোল্লার ছেলে।
আটকের বিষয়টি জানতে চাইলে,সোনারগাঁ থানার এ এস আই মোঃ কাইয়ুম মিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার খংসারদী কবরস্থানের সামনের পাকা রাস্তায় ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অপেক্ষা করছে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন মোল্লাকে আটক করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন,আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন