সোনারগাঁয়ে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-১৫।
আজকের সংবাদ ডেস্কঃ দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত। এ ঘটনায় আরও ১৫ জন আহত রয়েছেন।
গতকাল শুক্রবার নারায়াণগঞ্জের সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা-ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনায় গভীর রাত ১টার দিকে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভদ্রপুর এলাকার আব্দুল হাই এর ছেলে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিক জানান, শুক্রবার আনুমানিক রাত ১টার দিকে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক যাত্রী নিহত হন এবং ১৫ জনের মতো যাত্রী নিখোঁজ রয়েছে।ঘটনার পর লঞ্চ দুটি দ্রুত নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় আটক করা যায়নি। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে বলেও জানান কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন