জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন লিয়াকত হোসেন খোকা
আজকের সংবাদ ডেস্কঃ : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে-জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাকে।
বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় পার্টির যুগ্ম-দফতর সম্পাদক এম এ রাজ্জাক খাঁন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এ পদন্নোতির কথা জানানো হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির এ আদেশ অনুমোদন করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি ও নির্বাহী সদস্য একেএম সেলিম ওসমান এমপি’কে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে পদোন্নতি প্রদান করেছেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন