আবারও সোনারগাঁ বাসী একজন ভাল এসিল্যান্ডকে হারাচ্ছে।
আজকের সংবাদ ডেস্কঃ আবারও সোনারগাঁ বাসী একজন ভাল এসিল্যান্ডকে হারাচ্ছে। সরকারি চাকরি করে তাই এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হতে পারে, কিন্তু সোনারগাঁবাসীর জনমতে জানা গেছে সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন অল্প সময়েই জনবান্ধব হয়ে উঠেন।
এসিল্যান্ড বদলে দিলেন সোনারগাঁয়ে ভূমি অফিসের চিত্র” দালাল মুক্ত, অল্পসময়ে নামজারি দেওয়া হচ্ছে , গণশুনানি যার কোন বিকল্প নেই,এ জন্যই সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত আগত দর্শনার্থীদের সমস্যা শুনে তাৎক্ষনিকভাবে সমাধান প্রদানের কাজটি তিনি করে যাচ্ছেন আন্তরিকভাবে,পাশাপাশি সাপ্তাহে দুইদিন আনুষ্ঠানিকভাবেও গণশুনানী নেয়া হচ্ছে ও তাৎক্ষনিক প্রতিকার দেয়া হচ্ছে। বর্তমান এসি ল্যান্ডের ইতিবাচক মনোভাবের কারণে উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা/কর্মচারিদের মধ্যে সেবা প্রদানের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব দেখা গেছে। কোন প্রকার অনিয়ম দেখলে সাথে সাথে তিনি তার ব্যাবস্থা নেন।সেবাপ্রার্থীরা বিনামূল্যে প্রয়োজনীয় ফরম পাচ্ছেন। অফিসের সম্মুখে স্থাপিত হয়েছে একটি হেল্পডেস্ক, যেখান থেকে সেবাপ্রার্থীরা জানতে পারছেন কোন সেবার জন্য কোথায় যাবেন। তবে হলফ করে বলা যায় এসিল্যান্ড নাজমুল হোসাইন যোগদানের পর হতে বর্তমান ভূমি অফিস হয়ে উঠেছে সম্পূর্ণরূপে দালালমুক্ত। মানুষ তার সারাজীবনের সঞ্চয় দিয়ে একখন্ড ভূমি কিনে সেই ভূমির প্রশাসনিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি যোগ্য হাতে না পড়ে তবেই বাড়ে জনভোগান্তি।একথাটি তিনি সবসময় খেয়াল করেন।এসিল্যান্ড নাজমুল হোসাইন সাথে কথা বললে তিনি জানান আমরা সরকারি চাকরি করি,কখন কোথায় বদলি হয় তা বলা যায় না,যেখানে দায়িত্ব নেই,সেই জায়গাটি ভালোভাবে সেবা দেওয়ার জন্য আমি চেষ্টা করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন