এমপি খোকার পক্ষে সোনারগাঁয়ে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ
আজকের সংবাদ ডেস্কঃ নারায়নগন্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টীর সিনিয়র যুগ্নমহাসচিব,জাতীয় সেচ্ছাসেবক পার্টীর সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে সোনারগাঁয়ে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার(২৩ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হাবিবুর খানকা শরীফের মাঠে ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এমপি লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে এই কম্বল বিতরণ করেন তার স্নেহধন্য ভাতিজা ও নারায়নগঞ্জ জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজ্বী জাবেদ রায়হান জয়।
এসময় হাজ্বী জাবেদ রায়হান জয় জানান, সোনারগাঁয়ের অসহায় মানুষের কথা বিবেচনা করে সারা সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,জাতীয় পার্টী ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন