সোনারগাঁয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন। - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

সোনারগাঁয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন।



সোনারগাঁয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৯ উদযাপিত হয়েছে।
'আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।





জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে।জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক) এর মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।





বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।





তারই ধারাবাহিকতায় সোমবার(৯ডিসেম্বর) সোনারগাঁ উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধন করেন। এরপর মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।





সোনারগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও কমিটির সভাপতি মোঃ হাছান আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান,জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁও শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির,হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,নোয়াগাঁও ইউনিয়ন চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা,  উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭