সোনারগাঁয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ এর শাখার উদ্বোধন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুধবার দুপুরে মঙ্গলেরগাঁও এলাকায় হাজী আব্দুল জলিল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মঙ্গলেরগাঁও শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনের পর কার্যক্রম শুরু করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মঙ্গলেরগাঁও শাখার কর্মকর্তারা। মঙ্গলেরগাঁও শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সোনারগাঁ শাখার ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূইয়া, শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের কাষ্টমস কর্মকর্তা আব্দুল কাদির খান, মেডিকেয়ার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান হাজী আলাউদ্দিন, ইউপি সদস্য মজিবুর রহমান ভূইয়া, ইউপি সদস্য আবুল হোসেন, বীর মুক্তিযুদ্ধা আশেক আলী ভূইয়া, ফজলুল হক ভূইয়া, ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, সাদেক আলী ভূইয়া, আনোয়ার হোসেন ভূইয়া, মহিউদ্দিন ভূইয়া, রানা খান, আবুল কাসেম, মাওলানা আব্দুর রউফ, বাবুল সরদার, আব্দুল মোতালেব, বজলুল হক পলাশ, রাসেল ভূইয়া, ফয়সাল ভূইয়া মামুন, সৈয়দ সাইদুর রহমান, মতিন খান, তাইজ উদ্দিন মুন্সী, আবুল হোসেন ও দেলোয়ার হোসেন প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন