এমপি খোকার নেতৃত্বে স্বেচ্ছাসেবক পার্টি ফুলেল শুভেচ্ছা জানান জাপা চেয়ারম্যান ও মহাসচিবকে
আজকের সংবাদ ডেক্সঃ : জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপিকে।
রোববার(২৯ডিসেম্বর)দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপির নেতৃত্বে স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীরা তাদেরকে এ শুভেচ্ছা জানান।
এসময় জাতীয় পার্টির নবনিযুক্ত সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি,কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার,কাজী ফিরোজ রশীদ এমপি,জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি,মো. মুজিবুল হক চুন্নু এমপি এবং এ্যাড. সালমা ইসলাম এমপি- পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন