বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শর্তবর্ষ উপলেক্ষে মুজিব বর্ষ ক্ষণগননা উদ্বোধন।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়েও সারা দেশের ন্যায় মুজিব বর্ষ ক্ষণগননা উদ্বোধন করা হয়।
শুক্রবার(১০জানুয়ারী) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শর্তবর্ষ উপলেক্ষে এ ক্ষণগননার উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভুমি)আল- মামুন,নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার( খ-অঞ্চল) খোরশেদ আলম,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি,সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন