সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের ৪৩টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্মানদীতে জনগনের বহুল কাঙ্খিত দীর্ঘ দিনের স্বপ্ন গুরুত্বপূর্ণ ৪৩টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার(১৮জানুয়ারী)সোনারগাঁ উপজেলার সন্মানদী ইউনিয়নের সোনারবাংলা উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভা শেষে এ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁ উপজেলার সন্মানদী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত,জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কর্মকর্তা এস এম জাহাঙ্গীর হোসেন,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা.আবদুর রউফ,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,কাঁচপুর পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর,সোনারগাঁ উপজেলা সভাপতি আবু নাইম ইকবাল,সোনারগাঁ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী কর্মকর্তা মো.নাজমুল হাসান,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবীব, মেম্বারবৃন্দ,উপজেলা জাতীয় পার্টি ও আওয়ামীলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন