আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ ৯ বছর বয়সী এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষনের অভিযোগ।
এ ঘটনায় সোনারগাঁ থানায় ধর্ষিতার বাবা একটি মামলা দায়ের করেছেন।
এজহার সূত্রে জানা যায়, উপজেলার বশিরগাঁয়ের জামদানি কারিগর দিনমজুর পরিবারের ৯ বছরের মেয়ে তার আড়াই বছরের ভাইয়ের সাথে পাশে বাসায় খেলতে গেলে নানা বাদশা মিয়ার বাড়ির ভাড়াটিয়া সিয়াম (১৪) নামের এক বখাটে ১০ টাকার লোভ দেখিয়ে পাশের কড়ই গাছের নিচে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটিকে ভয় দেখিয়ে কাউকে বলতে নিষেধ করে। কিন্তু মেয়েটি বাড়িতে এসে তার মাকে বলে দিলে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান তার মা। পরবর্তীতে স্থানীয় ভাবে ধর্ষনের বিষয়টি মীমাংসা করার জন্য চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগ করেন শিশুটির পরিবার।
এ ব্যাপারে সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, ৯ বছর বয়সী শিশু ধর্ষনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন