সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত
তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার(২৫ জানুয়ারি)বিকেলে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত হয়।
সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম রেজাউল হকের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তোমারা পাঠে গভীর মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে,সুখী সমৃদ্ধ দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে।
অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনার বাংলা দাতা সদস্য ও অত্র ইউনিয়েন সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক।উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাজী জসিম উদ্দিন, হারুন অর রশিদ মেম্বার,জয়নাল আবেদীন মেম্বার,গোলজার হোসেন,আবু সিদ্দিক, আমান উল্লাহ আমান,নুরজাহান,আনারুল হক,ইসমাইল হোসেন খান, শারমীন সুলতানাসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সম্মামনা প্রদান এবং পরীক্ষার্থীদের মাঝে কলম,স্কেল,ক্লীপ বোর্ড বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন