সোনারগাঁয়ে জাতীয় লেখক পরিষদের উদ্যোগে বইপাঠ কর্মসূচি উদ্বোধন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় লেখক পরিষদের উদ্যোগে মাসব্যাপী ইসলামী বইপাঠ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার নানাখী এলাকায় বইপাঠ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জাতীয় লেখক পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমানুল্লাহ রায়পুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিশিষ্ট লেখক ও কলামিস্ট আল্লামা সাকিবুল ইসলাম কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমানুল্লাহ রায়পুরী বলেন, জাতীয় লেখক পরিষদের উদ্যোগে জানুয়ারি মাসে দেশব্যাপী ইসলামী সাহিত্য, ইতিহাস, মনিষীদের জীবনী ও উপদেশমূলক বইপাঠ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সবচেয়ে বেশি যারা বই পড়বে তাদেরকে ফেব্রুয়ারি মাসে পুরস্কৃত করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন