সোনারগাঁয়ে কিশোরীর অমতে বিয়ে ঠিক করায় আত্মহত্যার অভিযোগ
তাহিন আহম্মেদঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে এক কিশোরীর অমতে বিয়ে ঠিক করায় বিথী নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার(১১জানুয়ারী) উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেন।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সনমান্দী ইউনিয়নের দৌলরদী গ্রামের আনার হোসেনের মেয়ে বিথী (১৪) নামের এক কিশোরীর অমতে বিয়ে ঠিক করায় বাবা-মার সাথে অভিমান করে শনিবার সকালে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন