বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।
আজকের সংবাদ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ১০ জানুয়ারী ২০২০ তারিখ হতে ক্ষন গণনা (কাউন্ট-ডাউন) পালনে উপজেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার(০৭জানুয়ারী)বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন এর সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভাটিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ থানার (ওসি তদন্ত)শরীফ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাহমুদ বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মীম সিকদার শিপলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুর রউফ,সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান সরকার রিপন,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার শিপন সরকার,আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় মুজিব বর্ষ উদযাপনে নানা কর্মসুচী ও গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন