ডিবি পুলিশের অভিযানে ৩৫’শত পিস ইয়াবা ও গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষারিয়ার চর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৩৫’শত পিস ইয়াবা ও গাজাঁ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার(২৬জানুয়ারী)রাতে ইয়াবা ও গাজাঁ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)খোকন চন্দ্র সরকার বলেন,উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ার চর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিছমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে ৩৫’শত পিস ইয়াবা ও ৭ কেজি গাজাঁসহ খাইরুল ইসলাম,ইউসুফ মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোমবার(২৭ জানুয়ারী) সকালে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা কুমিল্লার কোতয়ালী এলাকার বাসিন্দা বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন