সোনারগাঁয়ে অভিমান করে এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ
তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে মা বাবার সাথে অভিমান করে বৃষ্টি নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার(২৮ জানুয়ারী)বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামে এ ঘটনা ঘটে।
সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের নানাখী গ্রামের দুলাল মিয়ার মেয়ে বৃষ্টিকে তার পরিবার তাকে তুচ্ছ ঘটনা নিয়ে বকাঝকা করে। এর জের ধরে মঙ্গলবার দুপুরে বৃষ্টি খাবার খেয়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে বিকালে তার স্বজনরা তাকে ডাকাডাকি করলে সে রুম থেকে কোন উত্তর না দেয়ায় এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে দেখতে পায় বৃষ্টি তার ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেন। আফরোজা পঞ্চমীঘাট উচ্ছ বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন