নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় পুরস্কার বিতরণ
আজকের সংবাদ ডেস্কঃ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় সোমবার বিকালে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ও জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত।
নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান জাহানারা আক্তার। এসময় মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন