সোনারগাঁয়ে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত
তায়িন আহম্মেদ রাতুলঃ আলোকিত বাড়ি মজলিস সামাজিক সংগঠন এর উদ্যোগে "মাদক ছাড়াে কলম ধর সমাজটাকে রক্ষা করো" এ শ্লোগান কে সামনে রেখে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৭ফেব্রুয়ারী)সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার খন্দকার প্লাজায় এ মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
আলোকিত বাড়ি মজলিস এর সভাপতি আসাদ প্রধানের সভাপতিত্বে মাদক বিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন,সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার পঙ্কজ কান্তি দাস,আওয়ামীলীগ নেতা আব্দুল করিম,আলোকিত বাড়িমজলিসের সদস্য ও ব্যবসায়ী মনির হোসেনসহ এলাকায় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি আরিফ মাসুদ বাবু বলেন, একজন মাদকাসক্ত ব্যক্তিই একটি পরিবারকে ধ্বংস করে দেয়,সবাইকে এ বিষয়েে সচেতন হতে হবে। সোনারগাঁয়ে কাউকে মাদক ব্যবসা করতে দেয়া হবে না।ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন