সোনারগাঁয়ে পদবী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
আজকের সংবাদ ডেস্কঃ সারাদেশের ন্যায় সোনারগাঁয়েও পদপদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণের দাবিতে উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেনীর কর্মচারিরা আন্দোলন অব্যাহত রেখেছেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫, ২৬ ও আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আন্দোলনকারীরা সোনারগাঁয়ে সংশ্লিষ্ট অফিসে হাজিরা খাতায় স্বাক্ষর করে পূর্ণদিবস কর্মবিরতি করেন ও অফিস চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, তাঁদের দাবি না মানা হলে আগামী ১৪ থেকে ১৭ জুলাই তাঁরা একই কর্মসূচি পালন করবেন। এরপরও দাবি মানা না হলে ১৯ জুলাই ঢাকায় দাবি বাস্তবায়ন ও আন্দোলন পরিচালনা কমিটির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন