আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব
আজকের সংবাদ ডেস্কঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সদস্যগণ ।
এসময় নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সোনারগাঁও রিপোর্টার্স ক্লবের সদস্যগণের সঙ্গে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সোনারগাঁও রিপোর্টার্স ক্লবের সভাপতি আবদুস ছাত্তার প্রধান, সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম অনিক,সাংগঠনিক সম্পাদক মোঃনুর নবী জনি, কামরুজ্জামান রানা,মনির হোসেন,কামাল হোসেন,মইন আল হাসান, বিল্লাল হোসেন,আরাফাত হোসেন সিফাত,শাহীন শাকী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোনারগাঁ উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাত ১২টা ১টি মিনিটে প্রথমে সোনারগাঁও রিপোর্টার্স ক্লবের সদস্যগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের জন্য মোনাজ ও দোয়া করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন