ভিকারুন্নেসাকে হারিয়ে সোনারগাঁ মহিলা কলেজ চ্যাম্পিয়ন,আন্তঃ কলেজ বিভাগীয় ভলিবল টুর্নামেন্টে
তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তঃ কলেজ বিভাগীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভিকারুন্নেসা নুন কলেজকে পরাজিত করে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।গত ৩১ জানুয়ারী অনুষ্ঠিত খেলায় ঢাকা মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-৩ এর ব্যবধানে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ চ্যাম্পিয়ন হয়। ভলিবল টীমের সকল খেলোয়ার ও টিম ম্যানেজমেন্টের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের শিক্ষক ও খেলোয়াররা সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃরকিবুর রহমান খাঁনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও এ বিজয়ে সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল। কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যক্ষ আমির হোসেন সরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন