সোনারগাঁয়ে ব্যবসায়ী আলী হোসাইনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ের সাদিপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী হোসাইনের বাড়িতে বুধবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
আলী হোসাইনের পিতা হাজী আব্দুল লতিফ জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ১৫/২০ জন স্বশস্ত্র ডাকাত প্রথমে তাদের বাড়ির গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(খ-অঞ্চল)খোরশেদ আলম,সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ও তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ বৃস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন