ঐতিহাসিক কাইকারটেক হাটের ইজারা পেলেন প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সামাদ
তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগড়াপারা ইউনিয়নের ঐতিহাসিক কাইকারটেক হাটের ইজারা আবারও পেয়েছেন মোগরাপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব সামাদ।
বুধবার(১৯ফেব্রুয়ারী)বিকেলে এ হাট ঢাকে ৩২ লাখ ১২হাজার টাকায় তিনি আগামী ১ বছরের জন্য হাটটির ইজারা পান।
আলহাজ্ব সামাদ মেম্বার জানান,ঐতিহাসিক কাইকারটেক হাটের বিগত ১০০ বছর যাবত ইজারাকালে ১৩বছর আমি ইজারা পেয়েছি। গত বছর আমার প্রতিপক্ষ পায়। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাগন আমাকে বিগত বছরগুলোতে সুনামধন্য ইজারাদার হিসেবে সনদ প্রদান করেছেন।
এদিকে,ঐতিহাসিক কাইকারটেক হাটটির দ্বিতীয় সর্বোচ্চ দর হাঁকিয়ে ছিলেন ডাঃমোঃহামিদ। যার পরিমান ছিলো ৯ লাখ ২৯ হাজার টাকা। তবে সর্বোচ্চ দামে মোগড়াপারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সামাদ মেম্বার শেষ পর্যন্ত ইজারা বুঝে পান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন