সোনারগাঁ উপজেলার নতুন ইউএনও সাইদুল ইসলামের যোগদান
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলার নতুন ইউএনও হিসেবে রোববার(পহেলা মার্চ) যোগদান করেছেন সাইদুল ইসলাম।
তিনি আজ রোববার সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগ দেন। ১৮ফেব্রুয়ারী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ঢাকা এর মোঃ সেলিম রেজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারী করা হয়েছে। একই সঙ্গে সাইদুল ইসলাম কে নতুন নির্বাহী অফিসার হিসেবে সোনারগাঁয়ে যোগদানের আদেশ করা হয়েছে।
সাইদুল ইসলাম ৩০ তম বিসিএস(প্রশাসন)-এর একজন কর্মকর্তা।০৩ জুন ২০১২ সালে তিনি সহকারি কমিশনার হিসাবে জয়পুরহাট,প্রশাসনে তার কর্ম জীবন শুরু করেন।
দিনাজপুরের ছেলে মো.সাইদুল ইসলাম এর আগে সিনিয়র সহকারি সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাইদুল ইসলাম বলেন,সোনারগাঁ উপজেলা সারা দেশের মাঝে একটি মডেল উপজেলা। সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। সোনারগাঁয়ের সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধি ও সকল রাজীতিবিদদের নিয়ে একটি সুখি সমৃদ্ধ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারী সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রকিবুর রহমান খাঁনকে বদলি করা হয়।
ইউএনও সাইদুল ইসলামের যোগদানের পর সদ্য উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল মামুনসহ অফিসের সকল কর্মচারীগণের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিও মোঃ রাশেদুল ইসলাম,মিজানুর রহমান,হারুন-ুউর রশিদসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন