পানছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোল মহোৎসব উদযাপন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা
মিঠুন সাহা পানছড়ি খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দেবালয় মন্দিরে মহোৎসব পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় বিশ্বমানবতার কল্যানার্থে দেশ ও বিশ্বের সকল জাতির মঙ্গল কামনায় ভগবান শ্রীকষ্ণের পঞ্চম দোল মহোৎসব উদযাপন উপলক্ষে ১৩,১৪,১৫ ও ১৬ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ ষোড়শ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও ভগবত লীলা প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে।
এই মহানামযজ্ঞ এর সকল আয়োজন সম্পূর্ণ হয়েছে বলে জানান পূজা উদযাপন কমিটি।
পানছড়ি দেবালয় মন্দিরের মহোৎসব উদযাপন কমিটির সভাপতি বাবু শংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক বাবু রুপন কর সবাইকে মহানামযজ্ঞের আন্তরিক শুভেচ্ছা জানান।
তারা আরও বলেনঃএ মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে আপনারা/আপনাদের স্ব পরিবার,স্ব পরিজন উপস্থিতি ও আন্তরিক সহযোগীতা একান্ত ভাবে কামনা করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন