পানছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোল মহোৎসব উদযাপন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ১৪ মার্চ, ২০২০

পানছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোল মহোৎসব উদযাপন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা


পানছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোল মহোৎসব উদযাপন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা





মিঠুন সাহা পানছড়ি খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দেবালয় মন্দিরে মহোৎসব পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় বিশ্বমানবতার কল্যানার্থে দেশ ও বিশ্বের  সকল জাতির মঙ্গল কামনায় ভগবান শ্রীকষ্ণের পঞ্চম দোল মহোৎসব উদযাপন উপলক্ষে ১৩,১৪,১৫ ও ১৬ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ ষোড়শ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও ভগবত লীলা প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে।





এই মহানামযজ্ঞ এর সকল আয়োজন সম্পূর্ণ হয়েছে বলে জানান পূজা উদযাপন কমিটি।





পানছড়ি দেবালয় মন্দিরের মহোৎসব উদযাপন কমিটির সভাপতি বাবু শংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক বাবু রুপন কর সবাইকে মহানামযজ্ঞের আন্তরিক শুভেচ্ছা জানান।





তারা আরও বলেনঃএ মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে আপনারা/আপনাদের স্ব পরিবার,স্ব পরিজন উপস্থিতি ও আন্তরিক সহযোগীতা একান্ত ভাবে কামনা করছি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭