নারায়ণগন্জে উৎসবের নামে ডিজেপার্টির আয়োজন নিষিদ্ধ ঘোষণা
আজকের সংবাদ ডেস্কঃ প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের যেকোন এলাকায় বিয়ে বা অন্যান্য উৎসবের নামে ডিজেপার্টির আয়োজন নিষিদ্ধ ঘোষণা করে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। এপ্রসঙ্গে তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে ডিজেপার্টির নামে উচ্চ শব্দে সাউন্ড দিয়ে গান বাজানো ধর্মে নেই। আমরাও এটাকে প্র্রশ্রয় দিবনা। ডিজেপার্টির সাউন্ডে অনেক মানুষ যন্ত্রনা পায়। যেখানে ডিজেপার্টি হবে সেখানে পুলিশ গিয়ে সাউন্ড বক্স জব্দ করে থানায় নিয়ে আসবে। জব্দ করা সাউন্ড বক্স কখনো ফেরৎ দেয়া হবেনা।
রোববার ( ১৫ই মার্চ ) বিকেলে ফতুল্লা মডেল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, জঙ্গীবাদ প্রতিরোধে পুলিশ কাজ করছে। এলাকাবাসী পুলিশকে তার দায়ীত্ব পালনে সহযোগিতা করবেন।
ওসি আসলাম হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান ইমরান, পরিদর্শক আজগর, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, কাশিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল, বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা কমিনিউটি পুলিশের সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন