জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জম্মবার্ষিকী পালিত
আজকের সংবাদ ডেস্কঃনারায়ণগন্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জম্মবার্ষিকী পালিত।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শত জম্ম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার(১৭মার্চ)সকালে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে নবনির্মিত বঙ্গবন্ধুর ভার্স্কযে নারায়ণগন্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকাকে নিয়ে ভার্স্কয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানানোর পরে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শত বার্ষিকীতে ১০০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জম্মদিন পালন করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগেও কেক কাটা হয় কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহি অফিসার সাইদুল ইসলাম সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির। সোনারগাঁ থানার(তদন্ত)অফিসার শরীফ আহমেদসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও ১২টার দিকে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে কেককাটা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন আহবায়ক কমিটিসহ উপজেলার সকল চেয়ারম্যানবৃন্দ।
এছাড়াও পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করেন। মিলাদ মাহফিলের পর আতস বাজি ফুটিয়ে বঙ্গবন্ধুর শত জম্মবাষিকী পালন করা হবে।
শত জম্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া,যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,ডাঃ আবু জাফর চৌধুরী বিরু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ,বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন