বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন ও পৌরসভার উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও সোনারগাঁও পৌরসভার উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার(৩রা মার্চ)সোনারগাঁও উপজেলার পৌরসভা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সোনারগাঁও পৌরসভার মেয়র আলহাজ্ব সাদেকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ–৩(সোনারগাঁ)আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম,সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার সাকিবা সুলতানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস,উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার,ইউডিডিএফ শাহানারা আঁচলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ,পৌরসভার সকল কাউন্সিলর ও আওয়ামীলীগ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন